চায় চায় মন, চায় অনুক্ষণ
বন্ধু তোকেই এ জীবনে,
কত রোদ ঝড়, মিছে লাজে ভর
ভালোবাসার এ ভুবনে।


(এই) হিমহিম ভোর, কুয়াশার আদর
পায়ে পরিস তুই মল,
(তোকে) দেখলে এ মন, করে চনমন
হৃদয়ের প্রেম মাদল।


(ঐ) রাতজাগা পাখি, করে ডাকাডাকি
কার সে প্রীতির আশায়,                    
(কেন) স্রোত ধারা নদী, বহে নিরবধি
মোহনায় মিশে যেতে চায়।
                  
(ঐ) নীলাকাশে মেঘ, উড়ে যে আবেগ
এই বুঝি ভিজে গেল মন,
কত রোদ ঝড়, মিছে লাজে ভর
ভালোবাসার এ ভুবন।


চায় চায় মন, চায় অনুক্ষণ
বন্ধু তোকেই এ জীবনে,
কত রোদ ঝড়, মিছে লাজে ভর
ভালোবাসার এ ভুবনে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৩ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/২০ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/১৮ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।