মনের গোপন অলিন্দতে
ঘুরছে নানান কথা,
কিছু যে তার বলছি মুখে
কিছুটা বুকের ব্যথা!


কফিনে জমা মমির তরে
শ্বেত পাথরের থালা,
ইতিহাসে অমর সে রয়
কর্ম তে যার উজ্বালা।


ধরছি টেনে ধর্মের জ্ঞানে
অ-ধর্ম ই হররোজ,
চরিত্র রয় চরের দেশে
নেয়নি যে তার খোঁজ!


স্বপ্নের সেতু যোজন জোড়ে
স্বপ্ন পূরণের আশা,
তলা বিহীন ঝুড়ি নিয়েই
রঙ মঞ্চের তামাশা!


তবু তালি মায়ের আঁচল
ছেড়া সে কাঁথার ভাঁজে,
স্বপ্ন আগামী জয়ের নেশা
নিন্দুকে মরুক লাজে!


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ/২৭ রবিউস সানি ১৪৪২ হিজরি/১৩ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ।