ছুটছে জীবন গাড়ী গন্তব্যের পানে,
বিশ্রামহীন অযত্নে সদা আনমনে।
ধুলাবালি গ্লাসে জমা সম্মুখ আঁধার,
চেতনা অবশ ডালা খুলে ঝুলে সার।
ট্যাংকে ফুয়েল জমা বিল বাকি রয়,
কখন হবে যে শেষ, মনে লাগে ভয়।
ফেলে আশা শত স্মৃতি বিরহী কাতর,
দিবানিশি ছুটে চলা আগামীর ভোর।


হিসাবের দিনলিপি না মেলা সে পথ,
এই বুঝি থেমে যায় মগ্ন মনোরথ।
কেন এই প্রণোদনা মধু সিঞ্চরণ,
আমি-তুমি তুমি-আমি কে ছিলো আপন!
জানি না কখন কার কি জানি কি হয়,
মালিক বিমুখ হলো, মনে সদা ভয়।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/০৭ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/০৫ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।