একদিন যবে থাকব না ভবে
উদয়ে কিরণ ভোর,
রাত ঘুম ভাঙ্গি রবি রঙে রাঙ্গি
খুলে প্রভাতীর দোর।


হংস মিথুন জলকেলি তুন
ভেদে খোয়াড়ের বাঁধ,
পাতা ঝরা বুক মায়ের চিবুক
বেঁচে থাকা মম স্বাদ।


ফেলে আসা দিন নয় সমীচীন
মিছে মোহ কিবা লাভ,
ছুটিবে স্ব দলে আগামী মাদলে
রবে কিগো অনুতাপ!


খুঁজবো না হয় মুখপানে চাহি
সে দিনের অনুরাগ,
ভালোবাসা মন করে অনুরণ
মোহিত প্রেমে বিবাগ।


চলে গেলে মন ভুলে যে কখন
কেবা আগে কে যে পরে,
সুখ স্মৃতি কিছু মনে পড়ে পিছু
ভালোবাসার অন্তরে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১২ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ/৩০ জমাদিউস সানি ১৪৪১ হিজরি/২৫ ফেব্রুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।