এই যে তুমি তোমার সাথে
ভাবের লেনাদেনা,
যায়নি বলা মনের কথা
হয়নি তোমায় জানা!


চেনা অচেনা মুখের ভিড়ে
ও মুখ এ সংসারে,
কোন গোপনে আপন লয়ে
ছিলে কি'গো আড়ে!


সদাই ভাবি এ মিছে মোহ
ক্ষণেক পরেই মন,
উঁকি মারে সে কোন কারণে
হৃদয়ে রক্তক্ষরণ!


কোন গ্রহের আগ্রহে এ মন
তোমায় খোঁজে রোজ,
আলোক কিংবা অলিক তবুও
কল্পলোকের ভোজ!


চাতক মনের এ চাহনিতে
অপূর্ণতা ই সার,
চলছে সময় জীবন গাড়ি
আকাঙ্খা অসার!


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৩ জৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/২৪ শাওয়াল ১৪৪২ হিজরি/৬ জুন ২০২১ খ্রিস্টাব্দ।