(শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা মোঃ সানা উল্লাহ মহাশয়কে উৎসর্গ করার প্রত্যয়ে)


প্রযুক্তির কল্যাণে শোনা সে ভাষন:


"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"


কি যেন এক অজানা শিহরন, শরীরের প্রতিটি রক্ত কণায়-
আলোড়ন তোলে এক বিদ্রোহের।
এ যেন, শোষকের বিরুদ্ধে শোষিতের আর্তনাদ
নরপশু হায়েনার বিরুদ্ধে আর্ত মানবতার চিৎকার।


জন্ম ক্রমিকে সৌভাগ্য হয় নি দেখা সেই মাহেন্দ্রক্ষণ
৭ই মার্চ ১৯৭১, উন্মাতাল সোহরাওয়ার্দী উদ্যান
বঞ্চিত মানবতার বেদনার্ত হৃদয়ের উর্ধ্বাকাশে আর্তি-
বঙ্গবন্ধুর তর্জনী হেলন।


শ্রদ্ধা ও সালাম,
সেই সকল বীর যোদ্ধাদের-
জীবন বাজি রেখেও স্বাধীন করেছো এই বাংলাকে।
যারা শহীদ হয়েছে এবং যারা এখনও জীবিত আছো
নত শীর তোমাদের প্রতি- হে প্রিয় যোদ্ধা।


আজ ইথারে ভেসে এলো শ্রুতিমধুর কন্ঠমালা-


"আমি মুক্তিযোদ্ধা মোঃ সানা উল্লাহ বলছি"


আমি নির্বাক,
আমি কি স্বপ্নে দেখছি?
আমি কি কল্পনায় বিচরণ করছি?
আমি কি মায়ের শ্রেষ্ঠ সন্তানের সাথে কথা বলছি-


দূর্যোগের ঘনঘটায় আষ্টেপৃষ্টে জড়ানো এই আমি
তোমাকে জানাতে পারি নি যথাযোগ্য সম্মান-
ক্ষমা করে দিও, প্রিয় যোদ্ধা।
তোমার কাছ থেকে কেন নিতে পারি নি আর একটু সময়-
জানতে পারি নি, মা-মাতৃকাকে কি করে ভালোবাসতে হয়।
অন্ধকারের শেকল ভেঙ্গে কিভাবে নব সূর্য জয় করতে হয়।


আজ নেশা, দূর্ণীতিতে নিমজ্জিত আমি-
কি করে উদ্ধার করবো এই আমাকে,
আমার দেশ, আমার আগামী প্রজন্মকে-
কিভাবে বাঁচাবো তোমাদের স্বপ্নকে-
এই "বাংলা মা"-কে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৮ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/৫ রবিউস সানি ১৪৪১ হিজরি/৩ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।