মুজিব মানে বিদ্রোহ বিপ্লবী চেতনা,
নয় শাষক যাতনা শোষিতের কান্না।
মুজিব মানে নবীন উষা রবি কণা,
মুজিব মানে হায়েনার বিরুদ্ধ ফণা।
মুজিব মানে নির্যাতিত বিশ্বে বাংলা,
ভাইয়ে ভাইয়ে হাতে হাতে পথচলা।
মুজিব মানে উন্নত শ্যামল বাংলা,
মুজিব মানে বঙ্গ মাতার হাতে বালা।


মুজিব মানে আত্মত্যাগ বাংলা লাগি,
বাংলা মায়ের ভালবাসায় বিবাগী।
মুজিব মানে একটিই প্রেম বাসনা,
চির উন্নত মম শীর বঙ্গ কামনা।
১৫ই আগষ্ট তোমায় হারানো শোক,
অনুভবে জাগ্রত সদাই মনোলোক।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩১ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ/৩ জিলহজ্ব ১৪৩৯ হিজরী/১৫ আগষ্ট ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190