ঐকতান সারি গান নবোদয় ভোর,
হিম শীত বিদায়েই আগামীর দোর।
তোতা পাখি মোছ আঁখি গগনের হাক,
সাদা কালো মেঘ ভাসে বারিষের ডাক।
দিক ভুলে যে নাবিক হারায়েছে দিশা,
তার তরে জীবনের ঘোর অমানিশা।
হায়েনার বিষদাঁত ভেঙ্গে ফেল আজ,
আগামীর বাঙালী তুমি রাজাধিরাজ।


তোল পাল ধর হাল নবীন নাবিক,
খুঁজে নাও আগামীর আলোকের দিক।
সুমিতার সনে কর মিতালী এ রণে,
জননীকে বাসি ভাল জীবনে মরণে।
শ্যামল সবুজ মোর মায়ের বদন,
তার শোভা অনুভবা হৃদয় রণন।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৫ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/০১ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরী/০৮ জানুয়ারি ২০১৯ খ্রীষ্টাব্দ।