পৃথিবীর শ্রেষ্ট সৃষ্টি পূরুষ ও নারী,
কেউ পূর্ণ নইকো একে অন্যকে ছাড়ি।
জগত নির্মানে পূরুষের যত ক্লেশ,
নারীর ও রয়েছে সমান সন্নিবেশ।
মহান রব করলেন আদম সৃষ্টি,
একাকী ভেবে তব হাওয়াতেই দৃষ্টি।


বিশ্বের সব সৃজন দু'জনের তরে,
মানব ও মানবী লহ দু'হাত ভরে।
কেউ নয় একা মননে শুধুই ধোকা,
নিজেকে শ্রেষ্ট ভাবা তব সবই বোকা।
একি বৃন্তে গড়ি ঘর সুখেরি কারন,
প্রেমোডোরে বাধি মোরা সবই আপন।


পূরুষ নারীতে মিলে জগত মহান,
তব সবে করি মোরা যথার্থ সম্মান।