হ্যাচকা জোরে টানছে মাল্লা
তোর ই না'য়ের দাড়,
উথাল-পাথাল বানে মাঝি
কেমনে করবি পার?


আপন আপন করলো সবাই
চিনলি না আপন,
আজ অবেলায় ঘোরের খেলায়
হয় উদাসী মন।


ও মাঝি -------------------
মাঝি রে ------------------


বিষম এ দরিয়ার মাঝে
তোল রে না'য়ের পাল,
শক্ত করে ধর রে মাঝি
গলুই ভাঙা হাল।


মহাকালের অমানিষায়
কর রে বন্ধু পার,
আকুল এ পাথারে মাঝি
আসছে অন্ধকার।


ও মাঝি -------------------
মাঝি রে ------------------


সত্য সুন্দর প্রেম সুন্দর
সুন্দর এই জীবন,
বিশ্ব মানবতার মাঝে
গড়তে চাই ভুবন।


হ্যাচকা জোরে টানছে মাল্লা
তোর ই না'য়ের দাড়,
উথাল-পাথাল বানে মাঝি
কেমনে করবি পার?


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২২ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ/০৭ সফর ১৪৪১ হিজরি/০৭ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।