আজ অবেলায় কেন মনে পরে যায়,
হারানো দিনের সুখ স্মৃতি হাতরায়।
শুকনো দু'রুটি ভাগে খেয়ে লুটোপুটি,
নির্মল আনন্দ কত ছিল স্কুল ছুটি।
ছিল নাকো বিলাসিতা নাই ছিল ঘোর,
নতুন আবিরে মাখা ছিল সেই ভোর।
মান অভিমান ভুলে এক ডোরে বাঁধা,
হৃদয়ে স্বপ্ন রঙ্গিন কত সুরে সাধা।


আজ হায় নিরালায় বসে ভাবি একা,
প্রজাপতি স্বপ্নে রং যায় না তো দেখা।
আজও প্রভাত আসে রাতে উঠে চাঁদ,
স্বপ্ন ভাঙ্গা মন অভিলাষী বরবাদ।
মিছে মোহ মন তাপ নীলাভ আস্তিন,
আসবে কি ফিরে আর হারানো সে'দিন?


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৫ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/১০ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/১৯ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।