তোমাতে বন্ধু রইল আমার
শীতের নিমন্ত্রন,
চলে এসো কুঁড়ে ঘরে মোর
সকল প্রিয়জন।


গ্রাম মেঠো পথ অবারিত মাঠ
সরষে বাগের ফাঁকে,
মৌ গুনগুন মধু আহরণ
বিনিদ্র তার চাকে।


সকালে সেথায় খেজুর রসে
বিমোহিত সুঘ্রান,
ভাপা পুলি কিংবা চিতই
জুড়ায় মন প্রাণ।


দুপুরে উঠোণে একটু শুকােয়
অমল শীর্ণ দেহ,
ছেঁড়া কাঁথায় গরম লুকোয়
কম্বল দেয় কেহ?


সন্ধ্যা নামে হিম হিম শীত
খাটিয়া পাতা রয়,
অমল ভাবছে এমনি করে
কখন সকাল হয়।


তুমি এসো ভাই জানাই তোমায়
আমার আমন্ত্রন,
অমলের কথা ভাবার ভাবুক
কোথায় কোন সে জন?