১৯৫২
        মায়ের মুখের ভাষা ওরা
        কাইড়া নিতে চায়,
        ছেলের বুকের তাঁজা রক্তে
        মায়ের মান বাঁচায়।


১৯৭১
        এক নেতার এক দেশ
        বঙ্গবন্ধুর বাংলাদেশ,
        পদ্মা মেঘনা যমুনা
        তোমার আমার ঠিকানা।


১৯৭৫
        মারছে গুলি বুক পাঁজরে
        গণতন্ত্র রয় আঁতুড় ঘরে,
        ইনডেমনিটি আর স্বৈরতন্ত্রে
        জনগণ ভোগে ভুলের মন্ত্রে।


১৯৯০
        স্বৈরতন্ত্র নিপাত যাক
        গণতন্ত্র মুক্তি পাক,
        ডাঃ মিলন নূর হােসেন
        গণতন্ত্র বুকে পােষেন।


২০১৮
        আসছে নির্বাচন সালাম নেতা
        যাদুর বাক্স রাখেন তথা!
        স্বদেশ প্রেমের শপথ নিন
        শোধিতে হবে মায়ের ঋণ।


        নইলে জনতা জাগবে জোরে
        ঘুমোষনে আর বেঘোর ঘোরে,
        ভাঙবে তোরই আসন কালো
        আঁধার ছেদি আনবে আলো।


        অনেক দেখেছি সাম্ভা নৃত্য
        দেখব না মায়ের শেষকৃত্য,
        সাঁজাবো মাকে যতন করে
        দেখবে জগৎ নয়ন ভরে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৪ আশ্বিণ ১৪২৫ বঙ্গাব্দ/০৮ মহররম ১৪৩৯ হিজরী/১৯ সেপ্টেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com