হিমবায়ে কাঁদে গলির লুব্ধক দল,
মম অধরা জীবনে বাঁচার সম্বল।
চাদরে মোড়ানো শব কাল শীতে ক্ষীর,
পণ্যস্ত্রী প্রণোদনা রাজ তরীতে ভীড়।
নরত্ব নড়ে না মৌ-মাঁচা ভাঙ্গার ভয়,
ক্ষমতা বিত্ত প্রসাদ চিত্তে সংশয়।
নির্বাক সবাক সবে জড় প্রেম খেলা,
ঘনঘোর অমানিশা বয়ে যায় বেলা।


আসবে সুমিতা সোনালী নুপুর পায়ে,
মরণ নিশীথে আমার বাংলা গায়ে।
ভরা হিমে আজ কেন এ তর্জনী কাঁপে,
বাসি ভালো বাংলাকে জীবন উত্তাপে।
আধারিমা অপচ্ছায়া করি যে বিদায়,
জননী বাংলা মা'যে ভালবাসা চায়।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৫ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/২১ রবিউস সানি ১৪৪০ হিজরী/২৯ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।