এই'তো সে রাতে চাঁদ
উঠেছিল আকাশে,
আলো রোশনাই তার
ঝরেছিল বাতাসে।


হৃদয়ও মাতাল ছিল
রূপালী সে আলোতে,
স্বপনও মগন মন
প্রেম ভালোবাসাতে।


তুমি ছিলে পাশে বন্ধু
উতলা অনুক্ষণ,
প্রেম পাগল হাওয়ায়
ভিজেছিল তনুমন।


আজ তুমি নেই প্রিয়
চাঁদ নেই আকাশে,
নেই ভালোবাসা আজ
ঝিরিঝিরি বাতাসে।


আস তুমি ফিরে বন্ধু
আকাশ রূপালী চাঁদ,
সে আশায় নিশি ভোর
হৃদয়ের চোরা বাঁধ।


থাক তুমি পাশে বন্ধু
উতলা পাগল মন,
ভালবাসা প্রেমপিয়াসী
ভিজাব এ তনুমন।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩০ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/২৬ শাবান ১৪৩৯ হিজরী/১৩ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190