একটা গাভীর দুইটা বাছুর
জন্মিল সাঁঝ বেলা,
কৃষক ভাইয়ের হৃদয়ে স্বপ্ন
ঝিলিক মাতম খেলা।


কৃষানী যত্নে বাছুর দু'টোকে
জন্মরক্ত করে সাফ,
এবার বুঝি ঘুচবে তাদের
অভাবের ঋণ মাফ।


কৃষক ছেলে দিনমান ধরে
বাছুরের সনে খেলা,
আনন্দেতে যাচ্ছে কেটে
সকাল সন্ধ্যা বেলা।


কৃষকের তরে কাঁচাপাকা খড়
দুধেল গাভীতে খায়,
বাছুর-ছানা ও কৃষানীর ছেলে
ওলান পানেতে চায়।


গাভীর দুগ্ধ খাবে'কি বাছুরে
কিংবা কৃষক ছেলে?
মাতুব্বরের নাতি হচ্ছে বড়
কেজি খানেক না'দিলে।


সুদখোর মহাজন কৃষককে বলে
বাছুরের বয়স কত?
সুদ-আসলে ঋণের বােঝা
হাজার ত্রিশের মত।


বিনয়ে কৃষক মহাজনকে বলে
একটু সবুর করি,
কতক পরেতে গাভী বেচি'বো
বাছুরের রশি ধরি।


ছ'মাস পরে দু'বাছুরে হবে
এক গাভী এক ষাঁড়,
মা'গাভী বেচিয়া ঋণের বোঝা
হইব এবার পার।


মাতুব্বর ছাড়ে'না গাভীর ওলান
মহাজন বাছুরের রশি,
কৃষান-কৃষানী খুঁজিয়া ফিরিছে
গলায় দেবার রশি।


এভাবে করিয়া রশি টানাটানি
মাতুব্বর নেয় গাভী,
বাছুর'সমেত কিছু টাকা দিয়ে
মহাজনে ঋণ নি'দাবী।


গাভী বাছুর কৃষকের স্বপ্ন
উহাদের পেটে গেলে,
কৃষানী ছেলে দিনমান ঘুরে
অন্ন কোথায় মেলে?


## ওলান= গাভীর দুধের বান ##


বর্তমানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় উচ্চবৃত্তের স্বার্থান্বেষী মহল নিম্নবৃত্ত ও নিম্ন মধ্যবৃত্ত শ্রেণীকে বিভিন্নভাবে শোষন করছে। উচ্চবৃত্তের নিস্পেষনে নিম্নবৃত্তের মানুষের আজ নাভিশ্বাস অবস্থা। যা কোনভাবেই কাম্য নয়। এই পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে বাসযোগ্য করে গড়ে তোলাই মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা।