অন্তরে বান্ধিয়া পিরিত
নাও ভাসাইলাম জোয়ারে......... (II)
ভাটির টানে পাই না তোমারে,
পরাণ বন্ধুরে......
ভাটির টানে না পাই তোমারে।


ভরা গাঙে স্রোতের বুকে
ছুটে চলো পরম সুখে,
ভুলে গেলে সঙ্গী সুজন
যা ছিল মোর বন্দরে।
আঁধার কালে পাই না তোমারে,
ও বন্ধুরে......
ভাটির টানে না পাই তোমারে।


কত স্বপ্ন বুকে আঁকা
প্রজাপতির রঙিন পাখা,
জীবন নদে মরুর দেখা
জল শুকায় মোর অন্তরে।
মরা গাঙে পাই না তোমারে।
পরাণ বন্ধুরে......
অমানিশায় না পাই তোমারে।


সত্য ভালবাসার পাখি
দেয় না এ মন হৃদয় ফাঁকি,
তবে কি মোর সবই মেকি
ভালবাসায় পাই কারে।
জীবন মাঝে চাই যে তোমারে,
ও বন্ধুরে......
ভালবাসায় চাই যে তোমারে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৬ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/১২ রবিউস সানি ১৪৪০ হিজরী/২০ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।