হয় তো বা হতেও পারে
জীবনে সর্বশেষ প্রকাশিত এ পত্র,
বিয়াল্লিশ বসন্ত দ্বারে
জানা নাই আগামীর বাসন্তীর ছত্র!


জন্ম যাত্রা র সে ক্রন্দন
আঁতুড়ঘরে ব্যথিত জননী চুম্বন,
ধুলোজমা দুগ্ধের মান
বায়ুযান চলমান সম্মুখে রণন।


আত্মমোহের স্বপ্নে ডুবে
চোরাবালি শত রথ কত পথে মিশে,
খেয়ালের মোহিনী পূবে
রংচোর নেশাখোর বাসনার বিষে।


ভালোবাসা আজ এ ভবে
সবিনয়ে অভিনয়ে নাট্যমঞ্চ রাঙে,
আত্মমোহে ই খুঁজি সবে
বেমালুম ভুলে থাকা মঞ্চ যবে ভাঙে!


ভালোবাসা চায় এ প্রাণ
আত্মিক ভুলে চলো মানবতায় বাঁচি,
এ মন খুঁজে অনুক্ষণ
প্রেমের ভূবনে সু-মিতা তোমাকে যাচি।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৩ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ/১১ রজব ১৪৪১ হিজরি/০৭ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ।