প্রিয়
বুলবুল তুমি গেয়েছিলে গান
কত ব্যথা অনুরাগে,
আজ
হৃদয় আমার তোমারই প্রেমে
মম বেদনা বিবাগে।..................(II)


প্রিয়
তোমারই গজল হামদ নাতে
জুড়ায়ে মনের তৃষা,
ভবে
আল্লাহ মহান, নবী মোহাম্মদ (সাঃ)
প্রেমগীতে তারই দিশা।


প্রিয়
বুলবুল তুমি গেয়েছিলে গান
কত ব্যথা অনুরাগে,
আজ
হৃদয় আমার তোমারই প্রেমে
মম বেদনা বিবাগে।


তুমি
কতনা দ্রোহ হৃদয়ে ধারন
কাব্য কথায় সে'হুল,
তব
প্রেম কাননে ফুটালে কলি
লাইলী নার্গিস ফুল।


আজ
জন্ম দিনে স্মরণে তোমায়
নজরুল চিত্তে বিভাসে,
তুমি
মসজিদের ঐ পাশে ঘুমাও
মুয়াজ্জিনের আজান ভাসে।


প্রিয়
বুলবুল তুমি গেয়েছিলে গান
কত ব্যথা অনুরাগে,
আজ
হৃদয় আমার তোমারই প্রেমে
মম বেদনা বিবাগে।..................(II)


# #
(বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী (২৪ মে ১৮৯৯ খ্রীষ্টাব্দ/১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) উপলক্ষ্যে ক্ষুদ্র এ প্রচেষ্টা:
# #


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১২ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/১০ রমজান ১৪৩৯ হিজরী/২৬ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190