(১০ই জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু শেখ মুজিব এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে)


এই তো সেদিন বসুধার মাঝে
তুমি এসেছিলে ফিরে মায়ের বুকেতে,
শত অন্যায়ের জিঞ্জির ভেদে
পারনি সেদিন নেত্র তলে অশ্রু লুকাতে।


অন্ধকার কারাগারের পাশেই
খুঁড়েছিলে কবর সেই নাপাক শয়তান,
দীর্ঘ ন'মাস রক্তস্রোত পদ্মায়
মায়ের ত্রিশ লক্ষ সন্তানের আত্মদাণ।


তিন লক্ষ বোনের ইজ্জত সম্মান
বিজয়ের নিশান উড়ে বাংলার আকাশে,
দশ জানুয়ারি তোমায় পেয়ে
সবুজ এ মাতৃকায় প্রেম আনন্দে ভাসে।


শত ব্যথা বুকে নির্ঘুম আজ
নির্বাক পোঁড়া মনে খুঁজি গো তোমায়,
ধুলা জমা ওষ্ঠে প্রাণপাত
তোমার অপেক্ষায় মন কাঁদে বাংলায়।


চিরঞ্জীব প্রিয় তোমার অবিনাশী
গান "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম",
প্রত্যাশায় এ মন চায় অনুক্ষণ
‍‍‍‌‌‌"এ‍বারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম"।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৭ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/১৪ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি/১১ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।