মনকুঞ্জে গড়েছি আমি ছোট্ট বাসর,
আজ সাঁঝে মাসিক কবিতার আসর।
সপ্তাহ জুড়ে হৃদ নীড়ে প্রেম পিপাসা,
জ্ঞানের আসরে গুণীর বাসরে আসা।
কবি গুণীজন সমাজ দর্পন সম,
মানবের কল্যানে প্রজ্ঞা দর্শন মম।
হোক আলাপন প্রীতি ভালবাসা লয়ে,
প্রতিবাদ আজ জীবনের অবক্ষয়ে।


কাব্য নহে তব নিজেকে জাহির করা,
রূধিব সমাজে যত অবক্ষয় জরা।
হৃদয়ে তোমার একটু জায়গা দাও,
আলোকিত সমাজের সঙ্গী করে নাও।
জন্ম নহে শুধু নিজেই নিজেকে নিয়ে,
বাঁচার আশা মরণের পরেও গিয়ে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৮ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/৪ শাবান ১৪৩৯ হিজরী/২১ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190