এই দুনিয়ার মালিক প্রভু
রহী'ম রাহমান, মওলা
তুমিই মেহেরবান। .............(II)


আকাশ বাতাস জলে-স্থলে
সদা বহমান,
সৃষ্টি সবই তোমার তরে
গায় যে গুণগান।
মানুষ পুতুল খেলছি ভবে
বিনি-সুতোর টান,
তুমি মালিক তুমিই খালিক্ব
অনন্ত মহান, মওলা
তুমিই মেহেরবান।


শব-ই-বরাত এ পূণ্য তিথি
করেছো যে দান,
পাপি-তাপী বান্দা তোমার
তুমিই যে মহান।
চাই যে ক্ষমা দিল রাব্বানা
বড়ই পেরেশান,
দিদার চাই'গো দয়াল প্রভু
রহী'ম রাহমান, মওলা
তুমিই মেহেরবান।


এই দুনিয়ার মালিক প্রভু
রহী'ম রাহমান, মওলা
তুমিই মেহেরবান। .............(II)


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৮ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/১৪ শাবান ১৪৪০ হিজরি/২১ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ।