ভাবনার কথা ভাষা কেটে যায় তান,
আকাশের তারা খসা জীবনের গান।
প্রতিদিন সীমাহীন রক্ত রাঙ্গা হাত,
তৃতীয় জমানা দিন অমানিশা রাত।
ধ্বংস উল্লাসে মন মাতোয়ারা ভোর,
ধর্ষিত সভ্যতা পায় হায়েনা বাসর।
দ্রোহ সুখ মন মুক চলমান ধারা,
পােঁড়া মুখ ভাঙে বুক মানবতা ছাড়া।


স্বার্থের বহতা স্রোতে ভাসা প্রেম কুল,
মানব জনম তবে ছিলো কিগো ভুল!
কবিতার শিলালিপি কেঁদে মরে হায়,
ধুলাপড়া নিঃশ্বাসে বেঁচে থাকা দায়।
বিরহের এই ক্ষণে খুঁজি মানবতা,
সৃষ্টি জন্মের বন্ধনে মম ব্যাকুলতা।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/০৮ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি/০৫ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।