তাপদাহ প্রখরতা প্রাণ নাভিশ্বাস,
মাতৃ-বন্দনার গীত বৃদ্ধাশ্রমে বাস।
রমজানে পূণ্য মাসে কারবারি লাভ,
মুখোশের আবরণে আলাভোলা ভাব।
সুদ ঘুষ ও দুর্নীতি চলছে দেদার,
কিসে প্রেম কারু হেম অর্থের বিস্তার!
বিবেক মরণ ঘুমে মশা মারি গালে,
জাগবে বোধন ভবে আশা নীল খামে।


পূর্ণ এ মাসে মালিক চাই গো দিদার,
মানবতা ধরাতলে কর গো উদ্ধার।
দীনহীনে দাও দীন সাম্যের কাতার,
তোমার করুণা বিনা অথই আঁধার।
দুই কুলে কর পার তরী ডোবে জলে,
ইহকাল পরকাল যাবে কি বিফলে!


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩০ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ/০৭ রমজান ১৪৪০ হিজরি/১৩ মে ২০১৯ খ্রিস্টাব্দ।