রোজ ডে রোজ দে ভালোবাসার খোঁজ দে,
রোজ ডে রোজ দে মানবতার খোঁজ দে।
অস্ত্র বিকানো টাকায় সীমানা দেয়াল,
মানবতার স্বার্থতে নেই যে খেয়াল।
প্রকৃতি প্রদত্ত নদে জলে ভাগ করি,
কত ক্ষুধা এই বুকে মানবতা ধরি!
সাদা কালো ভেদাভেদ শ্রেণীভেদ কত,
বিশাল সাম্রাজ্য গড়ি সদা অবিরত।


নেই দম বৃদ্ধাশ্রম আয়েশী বিলাস,
নবরূপ মানবতা সতত প্রকাশ।
সরিয়েছি প্রেম'কথা কাল যাব আমি,
বিকিরণ মানবতা কোন সে আসামী?
মনগড়া মানবতা মনগড়া প্রেম,
রোজ ডে রোজ দে ভালোবাসা হেম।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৫ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/০১ জমাদিউস সানি ১৪৪০ হিজরি/০৭ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।