কেমনে বুঝবো এই মন দুখ হেন,
ধরা ধামে খুঁজে আজ মানবতা যেন!
জন্ম সুখ জাতি কথা নাড়ি চেরা ধন,
কাটানো সে হীম রাত একাই আপন।
পেঁচা ডাকে মরু বাঁকে এলো বুঝি ঝড়,
জননী কোমল মন কাঁপে থরথর।
আঁচলের প্রেম রশি আলোকের আসে,
নয়নের জল রাশি অগোচরে মুছে।


স্বপ্ন আশা ভালোবাসা বুকে বাঁধা ঘর
কিসের নেশায় মন করে দিলে পর!
মানবতা নেই আজ অমানুষ ভবে,
কি করে শুধায় সবে চিত্ত শুদ্ধ হবে!
যৌবনে মৌ বন সুখে ভুলি ইতিকথা,
বৃদ্ধাশ্রম গর্ভপাত এ মনের ব্যথা!


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৭ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ/২০ জিলহজ্ব ১৪৪১ হিজরি/১১ আগষ্ট ২০২০ খ্রিস্টাব্দ।