পূবাকাশে বুনোমেঘ সারথী শাবক,
নরত্বে ঝরে যাওয়া জীবন পালক।
বালুঢিবি আশাবাঁধ হৃদয়ে কামনা,
নিশিপেঁচা মনাসূর অবোধ্য বাসনা।
জয় কেন পরাজয় পণ্যস্ত্রী বেসাতী,
আলোকের হাতছানি বিভ্রমেই মাতি।
আর কতদূর ভাসে স্বপন বিহার,
ঊর্ণনাভ গুহা জাল আপন সম্ভার।


সুমিতা তোমার নরত্বের আঁখি খোল,
ঢের কালবেলা স্বপ্নভাঙ্গা ভোর হল।
হিসাব জমাও পবিত্র শপথ আগে,
শুদ্ধচিত্ত কর তবে মনাসূর ত্যাগে।
প্রেতাত্মা রুধির কেমনে করিব সাফ,
মহান প্রভূ অসূর বধে কর মাফ।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/২৬ রবিউস সানি ১৪৪০ হিজরী/০৩ জানুয়ারি ২০১৯ খ্রীষ্টাব্দ।