জন্ম জন্মান্তর হেথা উদয় ও অস্ত,
পাশা চাল ব্রাহ্মণের দৈনতাতে ত্রস্ত!
সত্যের ঐ ব্যালকনী ঝুলান বারান্দা,
খোঁজে নি সে কানামাছি বেমালুম আন্ধা!
উপেক্ষিত সুমিতার বর্ণ অলংকার,
অসভ্য হায়েনা ভয়ে কাঁপন ঝংকার!
সভ্যতার প্রহসন অসভ্য মাস্তুল,
ঘুণে ধরে কেঁদে মরে বেদনা বেভুল!


বুঝি নাই ইতিকথা খুঁজিনি সে সত্য
আলোক সভ্যতা ভাঙে দেয়াল অমর্ত!
কবিতায় কবি গায় বিজয়ের গান,
অসত্যের হোক তবে চির অবসান।
ভাঙ্গ পাড় চারিধার আলোক সন্ধানে,
বিদ্রোহী সে বুলবুল প্রতি কবি প্রাণে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ/০২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি/২০ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ।