শীতের মাসে খেজুরের রসে
হরেক পিঠার ধুম,
বাংলার মাটি মা পরিপাটি
পেটপুরে দেই ঘুম।


মায়ের হাতের ভাপা চিতই
বোনের নকশি ফুল,
নানা/দাদা ফুফু খালার হাতে
শীত পিঠা মশগুল।


নতুন জামাই মেয়ের জন্য
পাকান পুলি হাড়ি,
পাটিসাপ্টা তেল রস পাকান
মালপোয়া শ্বাশুড়ী।


পায়েশ ফিরনী রাঁধছে গিন্নী
মৌ মৌ ঘ্রাণের পরশ,
দুধ রসে পিঠা বেজায় মিঠা
স্বাদে অতুল সরস।


দাওয়ায় বসে শীতের পিঠা
চলে খাওয়ার ধুম,
ভাগাড়ে অন্ন পথশিশু ধন্য
চাঁদ স্বপ্নে দেয় চুম।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৯ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/১৫ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরী/২২ জানুয়ারি ২০১৯ খ্রীষ্টাব্দ।