(গতকাল দিবাগত রাত ৩:০০ টায় আমার পারিবারিক আত্মীয়/আমার সমবয়সী বন্ধু মোঃ জামাল হোসেন এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার রূহের মাগফিরাত কামনায় সকল বন্ধুর নিকট আমার বিনীত নিবেদন)


জলকেলিতে মত্ত ছিলেম তপ্ত ছিল মন,
ঘুর্ণিঝড়ে প্রবল বানে ভাঙলো মধুক্ষণ।
প্রভাত রবি সন্ধ্যা সবি তাঁর নিয়মে চলা,
ঋতু যান রয় ধাবমান রূপে ছলাকলা।
স্বপ্ন আশা বুকে বাসা মন অনন্তের পানে,
জীবন গাড়ী থামে যবে কেউ নাহি তা জানে।
কালকে ছিলে বীর সেনানী দূর্ণিবার জয়ী,
আজ প্রভাতে নয়ন পাতে ও'পাড়ে সায়রী।
ভবে জীবন এমনি করে নিত্য আশা ছাড়ি,
অনন্তকাল ঐ আঁধার কেমনে দেব পাড়ি।
বন্ধু তুমি গেলেই চলে কিছুই নাহি বলে,
দুঃখ কথা হৃদয় ব্যথা চক্ষু ভেঁজা জলে।


খোদা আমি করি মিনতি যেটুকু মোর ভাল,
কবরে তায় বন্ধুকে মোর আলোবাতি জ্বালো।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ মাঘ ১৪২৫ বঙ্গাব্দ/২২ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরি/২৯ জানুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ।