সেই মধু ক্ষণ            
          উদাসী এ মন,
                    ভাবতেই চোখ ভেজে জলে,
তুমি কেমন আছো?    
          ভুলে কি গেছো?
                    জানি না কারে প্রেম বলে।


স্মৃতি অনুরণ            
          কোন সে কারণ,
                    মোহনায় দু'টি মন মিশে,
স্বপ্নের সুখ              
          (আশা) বেঁধেছিল বুক,
                    তুমিহীনা মন পোড়ে বিষে।


সেই মধু ক্ষণ            
          উদাসী এ মন,
                    ভাবতেই চোখ ভেজে জলে,
তুমি কেমন আছো?    
          ভুলে কি গেছো?
                    জানি না কারে প্রেম বলে।


(তোমার) সুখেরই লাগি
          এ মন বিবাগী,
                    দুঃখ লুকাই বুক জুড়ে,
তুমি কেমন আছো?    
          ভুলে কি গেছো?
                    কেন এ মন তুষে পোড়ে।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১১ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ/২৪ জিলহজ ১৪৪০ হিজরি/২৬ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দ।