মা জননী জন্মভূমি তোমার বুকে চাষ,
সুখ দু'খ লয়ে হেথায় মোদের বসবাস।
বিশ্বভূবন জয়ের নেশায় সূদুরপানে ধাই,
মায়ের ভালবাসার সম কোথায় খুঁজে পাই?
নব ঋতুর রঙে মাগো যায়গো তোমায় দেখা,
মনমোহিনী রূপের রানী ধরায় তুমিই একা।
তোমার তরে যাব চীনে অর্জিতে নব জ্ঞান,
লুব্ধ মেধায় গড়ব এ দেশ স্বপ্লিল মনপ্রাণ।
সবুজ শ‌্যামল মা জননী তুমি যে অনন্য,
দেশী সকল পণ্য কিনে আমরা হব ধণ্য।
মন উদাসী রঙ পিয়াসী রাঙা ঠোঁটের হাসি
জনম জনম মাগো আমি তোমায় ভালবাসি।
হৃদয়ের পাপ করে ছাপ গড়ব আমার দেশ,
প্রজন্মের তরে রেখে যাব নিরাপদ আবেশ।
ভালবাসি তোমায় মাগো ভালবাসি স্বদেশ,
সুখে দু'খে তারি ছায়ায় এই তো আছি বেশ।
প্রাণ-ভোমরা মোর স্বদেশী সুরে সুরে গায়,
তোমায় ভালবেসে আমার প্রাণ জুড়িয়ে যায়।


মা জননী চোখের মনি আমার জন্মভূমি,
দিন ফুরোলে মাগো তোমার বক্ষে নিও তুমি।