একটি জীবনের খোঁজে ঘুরেছি শত ক্রোশ
কত স্থান কত কাল কত ধর্ম ও বর্ণে রোশ,
স্বার্থবাদীর সুবিস্তীর্ণ লোনা জলে
সভ্যতার শুরু থেকে অদ্য স্থলে,
আমি খুঁজেছি তোমায়।


মায়াবতী রূপকের শত আলোক আঁধার
ঝরে যায় ঝরাপাতা প্রতি ক্ষণে প্রতিবার,
ফাল্গুনী কোকিলের সুমিষ্ট কলতানে
নীড় ফেরা দিগন্তের বলাকা বিজনে,
আমি খুঁজেছি তোমায়।


মধ্যপ্রাচ্য পাশ্চাত্য কিংবা প্রাচ্য সভ্যতার
গগনচুম্বী অট্টালিকা বেয়ে গ্রাম্য কুঁড়েঘর,
নীলনদ টাইগ্রিস বা মেসোপটেমিয়া
গঙ্গা-পদ্মায় ইলিশের বঙ্গ সাগরিয়া,
আমি খুঁজেছি তোমায়।


সেক্সপিয়র মার্কটোয়েন ম্যাক্সিম গোর্কি
রবি দুখু জীবনানন্দ বনলতা আজ একি!
প্রতি প্রাণ অনুক্ষণ শিরায় শিরায়
অব্যক্ত বিষন্নতায় ঘিরেছে আমায়,
আমি খুঁজেছি তোমায়।


আত্মস্বার্থ ও প্রবঞ্চনার ঐ বেড়াজাল ভেঙে
মন মাঝে আস মিতা রবির আলোয় রেঙে,
প্রেম মোহনায় মিলবো দু'জন
গড়বো বাসর এই মধুর ভুবন,
সু-মিতা, তুমি কোথায়!


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ/২৪ জমাদিউস সানি ১৪৪১ হিজরি/১৯ ফেব্রুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।