আমায় একটি উঠান দিবি
ধান শালিকের রোদ খেলা,
নাব্যতায় সুখ যৌবনে ঢেউ
হংস মিথুন কলার ভেলা।


কিশোর বেলা পাগল এ'মন
এক পলকে উদাস দুপুর,
রিনঝিন তোর ছন্দে মাতাল
অপেক্ষা ধ্বনি পায়ের নূপুর।


নদীর জলেতে নৌকা ভাসাই
না'বলা কথার প্রেমের পাঁতি,
আকাশ কুসুম ভাবনা শত
তোকে নিয়েই দিবস ও রাতি।


এখন অবস সময় কাঁটে
ভাবনাতে তোর-আমার স্মৃতি,
কেমন ছিলো সেই মধু ক্ষণ
হারানো দিনের লুকানো প্রীতি।


নতুন আকাশে স্বপ্ন আঁকিস
আমার রঙিন ঘুড়ির রেশ,
এমনি জীবন যাচ্ছে সময়
উজান ডাঙ্গা এ ভাটির দেশ।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৩ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/১০ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরি/০৭ জানুয়ারী ২০২০ খ্রিস্টাব্দ।