শোকের মাসে হৃদয়ে ভাসে
দুঃখের স্মৃতি,
শেখ মুজিবুর একটিই নাম
বাংলার প্রীতি।


অত্যাচার আর অনাচারের
তর্জনী ঢাল,
বজ্র হুংকার এ'দেশ আমার
রবে চিরকাল।


মুক্তির ডাক কণ্ঠে তোমার
বীর বাঙালি,
বাংলার মান রক্তে অম্লান
পদ্মায় ঢালি।


মীর জাফরী রক্তে রাঙানো
পলাশীর যুদ্ধ,
আজও বাংলায় হায়েনার শ্বাস
হয়নি শুদ্ধ।


কত যৌবন বিনিময়ে পার
বাংলার লাগি,
তোমার মত আসবে কি'কেউ
মন বিবাগী!


আগস্ট শোকে তোমার তরে
শপথ নিলাম,
বাংলা মায়ের জন্য বাজি
জীবন দিলাম।


করবো নিপাত হায়েনা জাত
তর্জনী বল,
মুজিব ছিলো মুজিব আছে
হৃদয়ে দামাল।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ/০৩ জিলহজ ১৪৪০ হিজরি/০৫ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দ।