বাংলার অধিকার চেতনায় ছিলে সদা মশগুল,
কেমনে ফোঁটালে তুমি কাননে প্রেমের ফুল।
তোমার মুখে তীব্র প্রতিবাদী শ্রেষ্ট সেই ভাষন,
সাত কোটি মানুষের হৃদয়ে গড়েছিল আসন।
আজও চেতনায় সেই সে প্রতিবাদী দোল,
রক্ত কণিকা স্ফুটনিক তোমার বিদ্রোহী বোল।


"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
    এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
                 জয় বাংলা"


আজও বুনো মোষ ঘোরে তোমার কাননে,
ব্যাথাতুর চিত্তে অনল জ্বলে সদা এ মনে।
আর একটি ৭ই মার্চ আর একটি ভাষন,
আজ এই অমোঘ রাত্রিতে বড়ই প্রয়োজন।
জগত মাঝে আজ স্বার্থলাভি হানাহানি যত,
বিশ্ব বাঁচাতে নেতা প্রয়োজন তোমারই মত।