সুমিতা সুজন পেয়ে নিমন্ত্রণ
পুলকিত অনুরণন,
ফাল্গুনের ঢল শাঁখে শতদল
কৃষ্ণচূড়া রঙে মন।


পৌষালী বায় শীতের আভায়
কাঁপে বৃদ্ধার হাড়,
এই বুঝি হায় মাগছে বিদায়
প্রাণ হলো সংহার!


ধর্মের টুটি ত্রিশূল আর ধুতি
সত্যের নয় মেল,
মানবতা ভবে কার অনুভবে
জাতিভেদ এই খেল!


দু' মুঠো অন্ন উপোষেও ধন্য
আমরা হাভাত জাত,
অট্টালিকা বসি দর কষাকষি
করিছে ধর্মে বিবাদ!


এসেছিলে ভবে চলেই তো যাবে
গাও সাম্যের গান,
মানবতা যাঁচো এ মননে ই বাঁচ
জুড়ায়ে মনোপ্রাণ।


প্রেমেতে ই সুখ প্রেমে উন্মুখ
মানবতা ভরা মন,
তোমাতে আমাতে স্নিগ্ধতা সাথে
মন চায় অনুক্ষণ।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৮ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/২৫ রবিউস সানি ১৪৪১ হিজরি/২৩ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।