আমায় কি কেউ বলতে পারো
ভালোবাসা কেমন তরো?
কি তার সুবাস কি তার রং
জীবন আলেখ শুধু কি ঢং!


স্রষ্টার প্রেমেতে জগত সৃষ্টি
বিস্তর পারাবারের দৃষ্টি,
কালান্তরের এই সেতু বন্ধন
জঠর যাতনা জন্মের ক্রন্দন।


প্রকৃতির প্রলয়ে সাম্যের গান
ভালােবাসাহীন মহা শ্মশান,
কক্ষ পুঞ্জের গ্রহানু ও তারা
ভালোবাসায় পাগলপারা।


যৌবনের এই মৌবনে মোর
ভালোবাসার সিক্ত আদর,
নিজেকে ভাবনা নিজের তরে
থাক না সবাই অনাদরে!


মন বিলাসী এ আয়েশী শ্বাস
বৃদ্ধাশ্রমে মায়ের আবাস!
ভালোবাসার আজ এ দুর্গতি
ভাবছো বসে লাভ বা ক্ষতি!


নিজেকে বিলাও মানবের মাঝে
ভালোবাসো সবে সকাল সাঁঝে,
সবার হৃদয়ে বাঁচিবার আশা
বিরহী এ মনের ভালোবাসা।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৭ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/০৪ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/০২ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।