সুপ্ত বীজ থেকে অঙ্কুরোদগম হয়,
দূর্ণিবার আহ্বানে জল পবনে ধায়।
অবারিত বিশ্ব জয়ে মেলে আঁখি বাসা,
প্রসারী শাখায় তণু বেঁচে থাকা আশা।
মৌ পিয়ে মধুসুখ সঞ্চিতে তার চাকে,
পরাগায়ন কামনা রেণু পুচ্ছে মাখে।
অলৌকিক সৃষ্টি জাল জন্ম জন্মান্তর,
প্রতিদিন রাত ভাঙ্গে আগামীর ভোর।


সাদাকালো মায়ামোহ দিনমান ক্ষণ,
অমর অক্ষয় প্রিয় কোন সুধীজন।
ব্রহ্মাণ্ডের ছুটে চলা কার ইশারায়,
সুখলোভী সুখীজন কত সুখ চায়।
ত্যাগে সুখ মনাসুখ ভোগে সুখ নয়,
সৃষ্টি জন্মে ভালবাসা অমর অক্ষয়।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৯ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/০৫ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরী/১২ জানুয়ারি ২০১৯ খ্রীষ্টাব্দ।