বাসনায় বৃত্ত আঁক জ্যামিতির বাক্স,
পেন্সিল ও ইরেজার শার্পনার ট্যাক্স!
কম্পাস ঘুরায়ে দেখি উচ্চ তা উপরে,
নিম্ন যে ময়লা মাখা রাস্তার ও'পারে।
মধ্য ভাগের খেয়াল দুই কুলে কিছু,
যোগ বিয়োগেই তার মাথা হয় নীচু।
গাড়ী বাড়ি বিত্ত মোহ মেলা বড় ভার,
লোকাল ট্রামে ঝুলেই জীবন অসার।


পুঁজিপতি উচ্চ সবে পিষে নিম্ন রস,
মোহ গ্রাসে বিশ্বমহা হয় হোক ধ্বস।
নিম্নের নিয়তি ভালে বাসি পেট সুখে,
মধ্যমা যে উভচর মরে ধুঁকে ধুঁকে।
পুঁজিবাদ লেজিবাদ দাও সব বাদ,
শুদ্ধ চিত্তে গাই সবে মানবতাবাদ।


স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৬ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/২৩ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/২১ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।