বৈশাখী বৈশাগু আর বৈসাবি
এই তিনে অখণ্ড বাঙলা।
বর্ষ বরণে একসাথে
নানা ঢংয়ে নানান রূপে
করে সবে উৎসব।
কেউ করে হালখাতা
কেউ খায় পান্তা।


হিন্দু জনা দেয় পূজা
বট টলার মেলাতে।
কেউ কেউ বলী দেয়
তরতাজা পাঠা কে।


মেলায় নানান পসরা ওঠে
হরেক পদের খেলনা বেচে।
হাজার হাজার মানুষ আসে
লাল-সাদা নতুন পোষাকে।


নতুন রঙিন ঘুড়ি হাতে
শিশু উড়ায় নেচে হেসে।
নাচে ঘুড়ি তাল বেতালে
এলোমেলো বাতাসে।


বুড়ি র মেলায় নাগরদোলা
ক্যাঁচরম্যাচর ছন্দে ঘুরে।
তারই ওপর ঠেসে বসে
ছেলেমেয়ে উঠছে মেতে।


হাতে কারো টমটম
নয়তো চরকি।
কেউ খায় জিলাপি
আনন্দে বাজায় বাঁশি।


দমকা হাওয়া লাগে গায়ে
রৌদ্র প্রখর বৈশাখে।
শীতল হাওয়ায় জুড়ায় প্রাণ
লবণ ওঠা গতরে।


বৈশাখী ঝড় কালো মেঘ
উঁকি মারে দক্ষিণে।
ঝড় বুঝি শুরু হলো
চল ঘরে তাড়াতাড়ি।


ডাকাডাকি হাঁকাহাঁকি
শোরগোল চেঁচামেচি।
ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড
নিমেষেই ধ্বংস।
      -০-