রাগে না চটে না
বেশি কথা বলে না।
দল কে করে কেনা বেচা
দলে থাকে না।
লাটাই হাতে বসে থাকে
সময় বুঝে সূতা কাটে।
হাওয়া বুঝে বাদাম তোলে
হাল ধরে বসে থাকে।
এরা ঘাপটি মেরে বসে থাকে
সুযোগ মত ছোবল মারে।
দেশের খায় পরের গায়
ঊর্ধ্ব মুখে থু থু ছিটায়।
ছায়ার মত লেগে থাকে
গোপন খবর পাচার করে।
খায় বেশি পরে বেশি
নাই নাই বলে বেশি।
করে শুধু গলাবাজি
কম হলে কান্দে বেশি।
ঠক্ শো তেও দেখা যায়
ইনিয়ে বিনিয়ে কথা কয়।
সরব মুখে শুধু করে তিরস্কার
দায়িত্ব পেলে সব করে সাবাড়।
কেউ যদি ‘হুক্কা হুয়া’ হাই তোলে
সাড়া দেশে ঢোল বাজে।


কলমে: মনিরুল ইসলাম জাহিদ