মলিন বসনে ছমিরের মা
বসে আছে পিরিতে।
পানের খিলি এক
আছে তার মুখেতে।


উঠোনে এলে কেউ
অকৃত্রিম খুশিতে।
সবার কুশল শুধায়
একগাল হাসিতে।


অতিথি এলে
কেউ বাড়িতে।
বলে বাবা বস তোরা
ঐ জলচৌকি তে।


ছমিরের মা, ভাবে আনমনে
কি দেবে খেতে।
আছে কিছু বাসী ভাত
ডুবে তা পানিতে।
ইতস্তত ভাবে দুমুঠো চাল
পাবে কি ধার
প্রতিবেশীর বাটিতে।


অভাব তার সংসারে
এলো ঐ করোনা'তে।
কীভাবে যায় বেলা
আছে সব লিখা
ওপর ওপরওয়ালা'র খাতাতে।