আমিহীন তুমি সুখে থাকো
এস এম জহিরুল ইসলাম


আমি ফোন করলে বিরক্ত হও,
কল রিসিভ না করলেও বিরক্ত হও,
কোনটা তোমার ভালোবাসা ?
বিরক্তিতে প্রেম নাকি প্রেমে বিরক্তি ?
ভাবতে ভাবতে এখন বড় ক্লান্ত,
আমার ইচ্ছা আমিহীন তুমি সুখে থাকো।


আমাদের প্রেমের সোনালী জীবনে...
কতবার ফিরিয়ে দিয়েছ,
কত যে নক করতে মানা করেছ,
কত যে আড়ালে নিবৃত্ত নয়নে অশ্রæ ঝরেছে,
জীবনে যৌবনের উর্মিতে কত যে হৃদয় খুঁজেছ,
তোমার মনের বিচারে আমি ছিলাম অপ্রকাশিত।
আমার ইচ্ছা আমিহীন তুমি সুখে থাকো।


আমি সমতালে চলতে পারছিলাম না,
কেন, কোথায় থেমে গেলাম?
অজান্তেই তোমাকে মুক্তির বাণী শুনিয়ে,
হাসতে হাসতে, বিদায় জানিয়ে
কখন ফিরে এলাম আপন মনোগৃহে।
কালের বাঁকে বাঁকে তুমিও খুঁজনি,
আমিও আর ফিরে তাকায়নি।
সেই তোমার বিরক্তি আর নক করতে মানা করাই
বাস্তবে প্রতীয়মান, তাই-
আমিহীন তুমি সুখে থাকো।  


তারিখ: ০২/০৩/২০২১ ইং।
দারুস সালাম