বেদনা কিসের
এস.এম.জহিরুল ইসলাম


হে বন্ধু-
কেমন আছ?
হা হা হা----
জীবনের শেষাংশে এসেও
আমার হাসি দেখেও বুঝতে পারনি।


বন্ধু তোমার কি হাসির হাসা?
অন্তরালে তোমার পৃথিবী এত জ¦ালাময়,
বেদনা কিসের?


তুমি যখন পড়ন্ত বিকালে
ব্রহ্মপুত্র তীরে বসে
জলের ঢেউ গুনে গুনে ভীর ভীর করে বলতে...
হঠাৎ তোমায় মগ্নতা ভেংগে দিতাম
আনমনে বলতে, তুমি কখন এলে,
আরও বলতে, সন্ধ্যা হয়ে গেছে চল যায়।


যখন মসজিদে তোমাকে প্রার্থনায় দেখতাম
সুন্দর লাগত-
প্রভুর নিকটে তোমার এত আকুতি
দুচোখ বেয়ে জল আসত
পাশ থেকে দেখতাম,
ভাবতাম কিসের এত ব্যাথা ?


একসাথে তোমার আমার বেড শেয়ার
দীর্ঘদিনের-
কোন চন্দ্রিমা রাতে বিছানায় তোমাকে
না দেখে স্তম্ভিত হলাম।
খুঁজতে খুঁজতে বাড়ির ছাদে।
সেদিনও তুমি আকাশ পানে তাকিয়ে ছিলে
জিজ্ঞেস করছিলাম, কি করছ?
চোখ মুছতে মুছতে বললে,কিছুনা।


বেহায়ার মত চেপে জিজ্ঞেস করলাম
বেদনা কিসের?
তুমি বলেছিলে-
বেদনা ছেড়ে চলে গেছে বলেই
এত বেদনা।