কভিড-১৯ (করোনা) জেড-১
এস এম জহিরুল ইসলাম


এই শুন...শুন...
করোনা আসছে...
লোকসমাগমে বের হয়োনা যেখানে সেখানে,
করোনা ভাইরাস আসলো চীন শহর উহানে।


বিশ্ব চমকে বলছে, একি চীনের চিৎকার?
এ হয়তো গজব আসলো তাদের উপর।
তারা খায় সাপ, কেঁচো, ইঁদুর আর বাঁদরের সোপ
এসব হবে না! এ হলো ঈশ্বরের ক্ষোভ।


করোনা বলে, "ভেবোনা বিশ্ব ভদ্র, সভ্য জনতারা, আসবো তোমাদের দ্বারপ্রান্তে uসাজাও শুভেচ্ছার থালা।
হায়রে করোনা, হায় হায় রব!
উহান ছেড়ে বিশ্বে তারা করছে কলরব।


হাজার, লক্ষ ও কোটি মানুষের হৃদয় আজ প্রকম্পিত করোনার ভয়ে,
বিশ্বকে করবে শ্মশান এই সুর ভাসছে আসছে ধেয়ে। ভাইরাস করোনা, "আমি করিনা কোন করুণা,
পারলে ঠেকাও আমি তব ছাড়বো না।


বিশ্ব তোমরা জানো কতশত মৃত্যু ঘটনা,
একদিনে চেঙ্গিস মেরেছে 12 লক্ষ জনতা,
করুণার ভয়ে-
মনের মৃত্যু হয়েছে সাত শত কোটি  জনতা।


চারদিকে লকডাউন নেই কোন কর্ম
সবাই হলো ঘর কোনে,
করোনা এবার দাপটে চলছে বিশ্বের কোনে কোনে।


কেউ জমিয়েছে সপ্তাহ, মাসের খাবার,
কেউ আবার ভাবছে বসে কি হবে আমার।
করুণা বুঝি ছাড়বে না কাউকে তার হাত থেকে,
আমি তখন কি করব এভাবে না খেয়ে বেঁচে থেকে।


করোনা যদি চিনে ফেলে ধরে নেয় আমায়
তোমরা আমায় মাফ করো, দোয়া করো সবাই।