ফাগুনের হাওয়া লেগেছে গায়ে
হৃদয়ে এঁকেছি তার ছবি,
শত ভাবনায় আপন করেছি শিকল পড়েছি পায়ে
হাজার জঞ্জাল সরিয়ে দিয়ে গোপনে হয়েছি কবি।


বসন্তের মৃদু হাওয়ায় বাঁশের শাখায় রিম ঝিম শব্দ
আজও তারই কথা মনে পড়িলে ভাষা হারিয়ে হয়ে যায় স্তব্ধ,
ছিলে হৃদয়ের অন্দরমহলে মাখামাখি হয়ে আর কত কথার মালা
বছর ঘুরিয়ে বসন্ত এলে জেগে উঠে অন্তরের জ্বালা।


শত কামনা রইল তার প্রতি ক্ষতি না হয় যেন
আজি আমার সব বিলিয়ে পড়ে আছি একা শূন্য,
তোমার জীবনে আমৃত্যু বসন্তের ছোঁয়া লাগুক,
জীবন প্রকৃতির বনফুলের মতো বিকশিত হউক।