মা নেই
এস এম জহিরুল ইসলাম


আধাঁর রজনী, নীরব পৃথিবী, নিসর্গ নিথর,
নেই পাখির কলকাকলি,
ঘুমের নগরে ছুটেছি অভিরাম।
আচমকা নয়নে ভেসেছে সেই মুখ
চির চেনা আমার জননী।


ক্ষনিক কথোপোকথন,
হল আদরে চুম্বন,
আর্শীবাদে বিদায়ের ক্ষনে
ভেসে যায় বুক আঁখি জলে।


কতক্ষন চলে এই স্বপন?
আঁখি মেলে দেখি
প্রভাতের আলোকরশ্মি বাতায়নের দ্বার বেয়ে ছেঁয়েছে ঘর।
স্বপ্ন যেন কাঁচের মত ভেঙ্গে চৌচির হয়ে গেল।


বাহিরে চেয়ে দেখি নীরব নিসর্গ
নেই কোন হৈ হুল্লোর।
হঠাৎ টেবিলে চোখ পড়তেই দেখি
মায়ের রাখা সেই ফুলদানিতে জলে ভিজিয়ে রাখা
রজনীগন্ধা ফুল,
শুকিয়ে গেছে,
তবুও যেন জড়িয়ে আছে মায়ের একসম পৃথিবীর ভালোবাসা।


এখনও সজীব আছে সেই ফুল
অতীত ভালবাসা।
কিন্তু-
ফুরিয়ে গেছে শুধু মায়ের ছোঁয়া,
কারণ কাছে নেই মা।