নিঃশব্দে বলা
এস এম জহিরুল ইসলাম


জৈষ্ঠ্যের অনুপম দৃশ্য
সুস্বাদু ফলের গন্ধ যেন ম্লান, নভেল করোনায়।
নিসর্গ তার ছন্দ হারিয়ে নিস্প্রাণ,
বৃক্ষরাজি তার ছায়ায় যেন ক্লান্তি দূরের
মহাঔষুধটি প্রাণহীন হয়ে পড়েছে।
মানব সভ্যতার এক মহা সংকটে,
ঋতুতেও এক বিশাল অবক্ষয় এসেছে।


এ যেন মহাপ্রলয়ের আগমনি বার্তা নভেল করোনা,
ধরিত্রীর ভারসাম্য হারিয়ে যেন
আজ বড় অসহায় মহামারির কাছে।
লকডাউনে অচল সমাজ,
সংকটে প্রেমিক হৃদয়ের প্রাণ,
দারিদ্রতা দ্বারে নক করছে,
আকাশের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে
নিঃশব্দে বলা, বভুক্ষ হৃদয়ের আর্থনাদ,
বাঁচাও করোনার নির্মমতা হতে।


অপেক্ষায় বসে ভাবছি,
সুখ-দুঃখ ভরা,
একে অন্যের অনুভূতি ভাগাভাগি করা
সেই অতীত সমাজের সমারোহ,
ফিরে কি পাবনা ?
আসবে না মসজিদে, মন্দির, গীর্জায় সচলতা ?
হে আসমান, জমিনের প্রভু!
করোনা দূর করে স্বাভাবিক এনে দাও,
ফিরে পায় প্রশান্তি আর প্রাণভরে ফেলি নিঃশ্বাস।
---00----
19/05/2020, দারুস সালাম, মিরপুর, ঢাকা।