অচেনা নারী
এস.এম. জহিরুল ইসলাম


তুমি কোন এক অচেনা কামিনী?
তৃষ্ণার্ত পথিকের বেশে আমার পানে ছুটে এলে।
আমিত এখন প্রকৃতির আশীর্বাদের অপেক্ষায়,
নিশিদিন ভরে নির্মল ললনার স্পর্শের আশায় অপেক্ষমান।
আমি কখনও ভাবিনি এভাবে আমার কাছে ধরা দিবে এত সহজেই,  
আমার স্বপ্নগুলো কাছে আসে অনেক দেরিতে,
তবে আজ বোধহয় অতি সাদামাঠাভাবে এসেছে,  
তাই লোচনে জলটলমল হয়ে আসছে পরম খুশিতে।
আমি অপরাহ্নে বাতায়নে বসে তোমার স্পর্শ
তার আশায় বসে ভাবি...
যদি বারবার অচেনা নারী হয়ে আসতে।
**********************